ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় ৭২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
দেশে বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ঈদের ছুটি পালনের সময় রায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ২৩ এপ্রিল (রবিবার) দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ৭২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, এলাকাগুলো হলো- জাপানি অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুরাপাড়া, বরপা, তারাবো ও পেরাবো, সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ।
এসময় আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরাণীগঞ্জ, জিঞ্জিরা ও ঢাকা দক্ষিণের কিছু এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার ভোক্তারা গ্যাসের নিম্নচাপ পাবেন।
তিতাস গ্যাস সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।