'বর্তমান পরিস্থিতিতে মেসির বার্সায় ফেরা সম্ভব নয়'
পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে এ বছরের জুন মাসে। এখন পর্যন্ত চুক্তি নবায়নের কোনো ইঙ্গিত নেই উভয়পক্ষ থেকেই। যদি শেষ পর্যন্ত নতুন চুক্তি না হয়, মেসি পরের মৌসুমে কোথায় খেলবেন?
বার্সা সমর্থকরা আশায় বুক বেঁধেছেন, রাজপুত্র বুঝি আবারো ফিরবেন রাজ্যপাটে। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
মেসির বার্সেলোনা ছাড়ার সবচেয়ে বড় কারণ ছিলো কাতালান ক্লাবটির আর্থিক দুরাবস্থা। মেসির প্রাপ্য বেতন না দিতে পারার সাথে সাথে ক্লাবের দেনা বেড়ে গিয়েছে বহু গুণ। সবমিলিয়ে দলের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়কেই ফ্রিতে ছেড়ে দিতে হয়েছিল বার্সাকে।
মেসি যদি ফিরে আসেন, সেটির জন্যেও বার্সাকে কোনো খরচ অবশ্য করতে হবে না। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মতে, আর্জেন্টাইন জাদুকরের ফেরা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।
বিশেষ করে বার্সেলোনাকে অনেক কিছুই পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন তেবাস, 'বার্সেলোনা যদি মেসিকে ফিরিয়ে আনতে চায় তাহলে অনেক কিছুই ঠিক করতে হবে। মেসির বেতন অনেক কমাতে হবে। বার্সাকে তাদের বেশ কয়েকজন খেলোয়াড় ছেড়ে দিতে হবে।'
উল্লেখ্য, লা লিগার বেতন কাঠামো নীতির গ্যাঁড়াকলে পরেই মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল বার্সা। তাই কাতালান ক্লাবটিকে নিজেদের সবকিছু পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন তেবাস, 'আমরা অবশ্যই চাই মেসির মানের খেলোয়াড় এখানে খেলুক। তবে মেসিকে ফিরিয়ে আনতে হলে বার্সাকে তাদের সবকিছু পরিবর্তন করতে হবে। আমরা তাদের জন্য নিজেদের নিয়মে কোনো সংস্কার আনবো না।'
হাভিয়ের তেবাস খোলাখুলিভাবেই রিয়াল মাদ্রিদের সমর্থক। তাই মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বীদের দলবদল সম্পর্কিত কথা বলে বিতর্ক উসকে দিয়েছেন কিনা সেটি সামনেই বোঝা যাবে।