সবজি ও ডিমের পর এবার ত্রাণ হিসাবে মাছ বিতরণ
করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটাতে সবজি ও ডিমের পর ত্রাণ হিসাবে এবার মাছ দেওয়া হয়েছে বগুড়ার শাহাজাহানপুর উপজেলার অস্বচ্ছল পরিবারের সদস্যদের। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুল রহমান দুলু সকালে বগুড়া পর্যটন মোটেল চত্বরে ৪০০ নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করেন নানা ধরনের মাছ।
একেএম আসাদুল রহমান দুলু বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। এতদিন শুধু চাল ডালই দিয়েছি। গরিবদের মধ্যে যাদের আমিষ কেনার সামর্থ্য নেই, তাদের কথা চিন্তা করেই আমি এই মাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।ঈদের আগে খামারিদের কাছ থেকে দুধ কিনে বিতরণের পরিকল্পনাও রয়েছে আমার।
কিছু এলাকায় নিজে গিয়ে, কিছু এলাকায় দলীয় লোকজন দিয়ে প্রকৃত গরিবদের তালিকা তৈরি করে এই সহায়তা দিয়েছেন বলে তিনি দাবি করেন।
গন্ডগ্রাম এলাকার উছির উদ্দিন মাছ পেয়ে দারুণ খুশি। জানালেন, পরিবারের জন্য খুব উপকার হয়েছে তার। অন্যদিকে, ফুলদিঘির রাবেয়া বলেন, 'আমি এতদিন কোনো সাহায্য পাইনি। এই প্রথম পাইলাম। আমার খুব উপকার হইল।'
এদিকে, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুও একই রকম উদ্যোগ গ্রহণ করেছেন। গরিবদের মাঝে ত্রাণ হিসেবে দুধ ও মুরগী দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এর আগে ত্রাণ হিসাবে তিনি প্রথম সবজি এবং তারপর ডিম বিতরণ করেন।