মেসি-নেইমারদের সমর্থন জানিয়ে পিএসজির বিবৃতি
লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়ন হচ্ছে না তা নিশ্চিত। আর্জেন্টাইন মহাতারকার মন উঠে গেছে ফ্রান্সের ক্লাবটির ওপর থেকে। পিএসজি সমর্থকরাও মেসিকে তাদের ক্লাবে আর দেখতে চান না।
তবে শুধু মেসি একাই নন, ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও দল থেকে তাড়াতে চান পিএসজি সমর্থকরা। ২০১৭ সালে বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে আসে পিএসজি।
যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল সেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি ক্লাবটির। চোট-নিষেধাজ্ঞা মিলিয়ে গত ৬ বছরে পিএসজির খেলা মাত্র ৭০ শতাংশ ম্যাচে অংশ নিতে পেরেছেন নেইমার।
নেইমারের বাসার সামনে গিয়ে তাকে পিএসজি ছাড়তে বলেছেন এক দল সমর্থক। পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী 'আল্ট্রা'র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে।
ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৬টার দিকে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন আল্ট্রার কয়েক শ সদস্য। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।
ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা। একপর্যায়ে পিএসজি প্রধান কার্যালয়ের সামনে থেকে কিছু সমর্থক বোগিভালে অবস্থিত নেইমারের বাড়ির সামনে যান। বাসার গেটের সামনে দাঁড়িয়ে 'নেইমার চলে যাও' স্লোগান দেন তারা।
নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা ও ক্লাবের প্রধান কার্যালয়ের সামনের বিক্ষোভের বিষয়টি ভালোভাবে নেয়নি পিএসজি। বুধবার রাতে পিএসজি এক বিবৃতিতে সমর্থকদের আচরণের নিন্দা জানিয়ে বলেছে, 'পিএসজি বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। মতপার্থক্য থাকতেও পারে কিন্তু কোনো কিছুই এ ধরনের কাজকে সমর্থন করে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।'