ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য ক্ষতি এড়াতে ৮০% ফসল সংগ্রহের নির্দেশ কৃষি অধিদপ্তরের
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের পাকা ধান, পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
মঙ্গলবার (৯ মে) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
ঘূর্ণিঝড়ের সতর্কতা সম্পর্কে কৃষকদের অবহিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে; আগামী ১২ বা ১৩ মে'র মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।