গরমে আইনজীবীদের কালো কোট পরার বিষয়ে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি
গরমে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আদালতে কালো কোট পরাকে 'ঐচ্ছিক' করতে আইনজীবীদের আবেদনের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আগামী শনিবার (১৩ মে) সকালে সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
এর আগে এ দিন দেশের ২০ জন আইনজীবী বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত আদালতে কালো কোট পরা 'ঐচ্ছিক' নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এক আবেদন পাঠান।
আইনজীবীর দায়িত্ব পালনের কারণে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত পোশাক পরতে হয়। এর ফলে তাদেরকে বছরের প্রত্যেক মাসেই নিয়ম মোতাবেক অন্যান্য পোশাকের সঙ্গে কালো কোট পরতে হয়।
আবেদনে আইনজীবীরা বলেন, বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় প্রতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত উষ্ণ আবহাওয়ার কারণে আইনজীবীরা অসহনীয় শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করে পেশাগত দায়িত্ব পালন করেন।
আবেদনকারীরা লিখেছেন, বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য শফিউল আলম মাত্র ৪৪ বছর বয়সে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন।
তারা বলেছেন, শুধু কালো কোট বাধ্যতামূলকভাবে পরার কারণে উদ্ভূত এই সমস্যা থেকে এখনই পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি।