পদ্মাসেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়
উদ্বোধনের পর গত ১০ মাসে ৭০০ কোটি টাকা টোল আদায় করেছে নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু।
গেল বছর ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে গতকাল ১২ মে পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী টিবিএসকে এসব তথ্য জানান।
আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে মাওয়া এবং জাজিরা প্রান্তে ৪৯ লক্ষ ৪০ হাজার ৫০০ শত ৭টি যানবাহন পারাপার হয়।
যা থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লক্ষ ৭৮ হাজার পাঁচশত টাকা।
"সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে এই টোল আদায় হলো," বলেন তিনি।
সেতুটি যেদিন প্রথম যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় (২৬ জুন) সেদিন মোট ৫১,৩১৬টি যানবাহন থেকে ২,০৯,৪০,৩০০ টাকা টোল আদায় করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একটি গাড়ি বা একটি এসইউভির জন্য টোল রেট নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা; পিকআপের জন্য ১,২০০ টাকা; মাইক্রোবাসের জন্য ১,৩০০ টাকা; মিনিবাস (৩১ আসন) ১,৪০০ টাকা এবং মাঝারি আকারের বাসের জন্য (৩২টি আসন বা তার বেশি) ২,০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা।