অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদসহ সাত পৌরসভায় জুলাইয়ে ভোট: ইসি
অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদসহ (ইউপি) ও সাত পৌরসভায় চলতি বছরের জুলাইয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে মধ্য জুলাইয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।
আজ রোববার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।
আগামী সপ্তাহ থেকে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
ইসি সচিব বলেন, মধ্য-জুলাইয়ের মধ্যে কমিশন বেশকিছু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। এরমধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। পৌরসভা আছে সাতটা, ইউপি অনেকগুলো; যার কারণে তফসিল ঘোষণার আগে বলা যাবে না কতগুলো। তবে পঞ্চাশোর্ধ্ব হবে।'
দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদীয় আসনের দাবি-আপত্তি নিয়ে শুনানি রোববার শেষ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, সার্বিক আবেদন ও শুনানি পর্যালোচনা করে জুনের মধ্যেই আসন সীমানা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।