'ফেদেরার-নাদালের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়'
তিনজনের সম্মিলিতভাবে জিতেছেন ৬৪টি গ্র্যান্ডস্লাম। পুরুষদের টেনিসের তিন কিংবদন্তি তারা। কিন্তু অন্য দুইজন অর্থাৎ রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের সঙ্গে আর যাই হোক, বন্ধুত্ব করা সম্ভব নয় বলে জানিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ যৌথভাবে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। ২০টি জিতে তাদের পরেই আছেন রজার ফেদেরার। টেনিস কোর্টে তিনজনে একে অপরের মুখোমুখি হয়েছেন বহুবার।
কোর্টের দুর্ধর্ষ লড়াই কোর্টেই সীমাবদ্ধ থাকে। এর বাইরে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে মিশে থাকেনই। ফেদেরার-নাদালের কোর্টের বাইরের সম্পর্ক তো টেনিস রূপকথারই অংশ। কিন্তু 'ফেদাল'র মতো এমন বন্ধুত্ব সম্ভব নয় জোকোভিচের দ্বারা।
কোর্টের প্রবল প্রতিদ্বন্দ্বীদের সম্মান আর শ্রদ্ধা করলেও সেটি এর বেশি কিছু নয় বলেই জানান জোকোভিচ, 'আমরা কখনো বন্ধু ছিলাম না। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এটা সম্ভব নয়। তবে আমরা শত্রুও নই। ফেদেরার ও নাদালের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা সর্বকালের সেরাদের কাতারে। তবে আমাদের মধ্যে কখনো অন্তরঙ্গ সম্পর্ক ছিল না। আমি এখন যে অবস্থায় তার জন্য ফেদেরার-নাদালকে ধন্যবাদ। '
বলা হয়ে থাকে, একসময় নাদালের সঙ্গে নাকি জোকোভিচের দারুণ বন্ধুত্ব ছিল। কিন্তু কোর্টে নাদালের বিপক্ষে হারের পর সেই বন্ধুত্বের ইতি ঘটে। তবে এসব যে শুধুই গুজব, তা নিশ্চিত করে জোকোভিচ বলেন, 'নাদাল আমার চেয়ে এক বছরের বড়। আমাদের দুজনেরই রাশি মিথুন। আমরা দুবার একসঙ্গে রাতের খাবার খেতেও গিয়েছিলাম। কিন্তু তার সঙ্গেও বন্ধুত্ব অসম্ভব। আমি সব সময় তাকে শ্রদ্ধা করি এবং তার গুণমুগ্ধ। নাদাল আমার জীবনের অংশ। গত ১৫ বছরে আমি আমার মায়ের চেয়ে নাদালকে বেশি দেখেছি।'