রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা রিট খারিজ, আবেদনকারীর ১ লাখ টাকা জরিমানা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সেই সঙ্গে অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে নির্বাচনের প্রক্রিয়া বৈধ উল্লেখ করে ১৪ মার্চ হাইকোর্টের রায়ের পর লিভ টু আপিল পিটিশনটি দাখিল করা হয়।
সাহাবুদ্দিনকে নির্বাচিত-রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা দুটি রিট আবেদন খারিজ করে এ আদেশ দেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত সাহাবুদ্দিনকে ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত করেন প্রধান নির্বাচন কমিশনার। সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার।
নির্বাচন কমিশনে এক জরুরি সংবাদ সম্মেলনে সিইসি বলেন, দুদক আইনের সেকশন-৯ এ বলা হয়েছে, কোনো কমিশনার অবসর গ্রহণের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। তবে তিনি সেসময় স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতি পদটি লাভজনক নয় এবং সাহাবুদ্দিনের নির্বাচন কোনো নিয়োগ নয়, বরং নির্বাচন ছিল।
গত ৭ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান ওই প্রজ্ঞাপন স্থগিত চেয়ে আবেদন করেন।
১২ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির কার্যতালিকায় ছিল। কিন্তু, তাদের মধ্যে একজন বিচারপতি রিটের শুনানি নিয়ে দ্বিধায় ছিলেন।
পরে আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠান।
গত ১৩ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে রিটটি শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি।
এছাড়া, ১২ মার্চ আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে নির্বাচিত ঘোষণা করে ইসির প্রজ্ঞাপনের কার্যকারিতা বাতিল চেয়ে আরেকটি রিট করেন। ১৪ মার্চ এই রিটটিও শুনানির জন্য বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে দাখিল করা হয়।