লক্ষীপুরে অসহায় ৭০ পরিবারকে সহায়তা করল ‘উদ্যোগ’ ও ‘হেলো’
সংক্রামকব্যাধি করোনাভাইরাসের কারণে লক্ষ্মীপুর জেলা শহরের অসহায় হয়ে পড়া প্রায় ৭০টি পরিবারের মধ্যে নিত্যপণ্যসামগ্রী বিতরণ করেছে দু'টি সংগঠন।
তাদের স্বেচ্ছাসেবীরা চাল, ডাল, লবণ, তেল, পিয়াজ, আলু, চিড়া, মুড়িসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের বস্তা অসহায় ওই পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসেন।
শনিবার (৯ মে) এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'উদ্যোগ'। অর্থ অনুদানে সহযোগিতা করেছে জাতীয় সংগঠন 'হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)'। এছাড়াও এতে সহায়তা করেছেন, সমাজের বিশিষ্টজন, সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীরা।
ঢাকা থেকে অনলাইনে উদ্যোগের এই কর্মসূচির উদ্বোধন করেন 'হেলো'র প্রধান পৃষ্ঠপোষক, ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেজ্ঞ ডা. মহসীন আহমেদ। অনুষ্ঠানে অনলাইনে সরাসরি অংশগ্রহণ করেছেন লক্ষ্মীপুরের সন্তান ও ফেনী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে দ্বি-মুখী সমস্যা তৈরি করেছে। একদিকে মানুষ আক্রান্তের ভয়ে কর্মহীন হয়ে পড়েছে, অন্যদিকে কর্ম না থাকায় সাধারণ মধ্যবিত্ত্ শ্রেণীর লোকেরা খাদ্যাভাবে পড়েছে। পরিস্থিতি এমন হয়েছে, অনেকেই নিজেদের অসহায়ত্বের কথা বলতে পারছেন না। এ অবস্থায় সময় উপযোগী কর্মসূচি নিয়েছে 'উদ্যোগ'।
এসময় উপস্থিত ছিলেন, 'হেলো'র গণমাধ্যম বিয়ষক প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ হোসাইন, ন্যাশনাল কিডনি ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের (লক্ষ্মীপুর) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল ইসলাম, ব্যাংকার মোবারক হান্নান, কাউসার হোসেন, সমাজসেবক মোমিন উল্লাহ, আাব্দুল কুদ্দুস, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রাকিব হোসেন রনিসহ আরও অনেকে।