বর্ণবাদের ঘটনায় রিয়াল ছাড়বেন ভিনিশিয়ুস?
বারবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া ভিনিশিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন, এমন শঙ্কা জেগেছে। ভিনিশিয়ুস নিজেই ইঙ্গিত দিয়েছেন, বর্ণবাদের কালো থাবার বিরুদ্ধে স্পেন থেকে দূরে গিয়ে হলেও লড়াই চালিয়ে যাবেন তিনি।
রিয়াল মাদ্রিদ নিজেদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেছে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ঘিরেই। তাই ভিনিশিয়ুস ক্লাব ছাড়লে সেটি ব্যহত হওয়ার সম্ভাবনাই বেশি।
যদিও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, রিয়ালে থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন ভিনিশিয়ুস। এই ঘটনা তার ক্লাব ছাড়াকে প্রভাবিত করবে না বলেই বিশ্বাস রিয়াল কোচের, 'আমার মনে হয় না সে স্পেন ছেড়ে যাবে। ভিনিশিয়ুস রিয়ালকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে। সে এখানেই নিজের ক্যারিয়ার গড়তে চায়।'
বর্ণবাদের ঘটনায় ব্রাজিলিয়ান তারকার প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন আনচেলত্তি, 'সে এই ঘটনার শিকার, তার প্রতি আমাদের সব ধরণের সমর্থন আছে। এমনকি প্রতিপক্ষরাও ওর পাশে আছে।'
উল্লেখ্য, রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে রিয়ালের সব খেলোয়াড় 'ভিনি ২০' লেখা জার্সি পড়েন। ম্যাচের ২০ মিনিটের সময় গোটা বার্নাব্যু ভিনিশিয়ুসের নামে ধ্বনি তোলে।