বেনজেমার জায়গা পূরণে চেলসি তারকার দিকে নজর রিয়ালের
দীর্ঘ ১৪ বছর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম ভরসার জায়গা হয়ে থাকা করিম বেনজেমা ক্লাব ছেড়েছেন সদ্যই। সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি তারকা।
ব্যালন ডি'অর জয়ী বেনজেমার বিকল্প খুঁজতে নেমে পড়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের নজরে আছে বেশ কয়েকজন তারকা স্ট্রাইকার।
বেনজেমার জায়গা পূরণ করতে রিয়ালের পছন্দের তালিকায় আছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়ককে পেতে হলে বেশ মোটা অংকের টাকা খসাতে হবে ফ্লোরেন্তিনো পেরেজকে।
সেদিক থেকে চেলসির তরুণ স্ট্রাইকার কাই হাভার্টজকে নিতে অতোটাও খরচ হবে না। তাই ২৩ বছর জার্মানকেও নিজেদের তালিকায় রেখেছে রিয়াল। কার্লো আনচেলত্তিও নাকি হাভার্টজকে নেওয়ার পক্ষেই আছেন।
জার্মান এই উদীয়মান তারকাকে তিন বছর আগে বায়ার লেভারকুসেন থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কেনে চেলসি। যদিও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি হাভার্টজ। চেলসির হয়ে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি হাভার্টজই করেছিলেন।
তিন বছরে লন্ডনের ক্লাবটির হয়ে মাত্র ৩২ গোল করেছেন হাভার্টজ। তবে তাকে নিজের পজিশনের বাইরের খেলতে হয়ে বেশিরভাগ সময়। রিয়ালে গেলে তার নিজের পছন্দের পজিশনেই খেলাবেন আনচেলত্তি।
হাভার্টজকে পেতে রিয়ালকে ৬০-৭০ মিলিয়ন ইউরো খরচ করা লাগতে পারে। যা হ্যারি কেইনকে পেতে যা লাগবে তার অর্ধেকের মতো। হাভার্টজের পক্ষে আছে তার বয়সও। সবমিলিয়ে জার্মান এই তরুণ তুর্কিতে নিয়ে রিয়াল নিজেদের আক্রমণভাগ নতুন করে সাজানোর কথা ভাবতেই পারে।