টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: স্মিথ-হেডের ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার
টেস্টে বিশ্বসেরার মুকুট লড়াই। এই মিশনেই কিনা অস্ট্রেলিয়ার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। যদিও শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগলো না। কিন্তু কাটিয়ে ওঠার পরও ছন্দপতনে মুহূর্তেই নেই আরও দুই উইকেট। আবারও বিপদ অজিদের। এই বিপদের মুহূর্ত থেকেই মিললো দিশা, ত্রাতার ভূমিকায় হাজির হলেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। এরপর দিনের বাকিটা সময় কেবল অজিদেরই শাসন। অবিচ্ছিন্ন জুটি গড়ে চওড়া হাসিতে মাঠ ছাড়লেন অজি এই দুই ব্যাটসম্যান।
ইংল্যান্ডের দ্য ওভালে বুধবার শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেরা হতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া প্রথম দিনটা শাসন করে পার করেছে। স্মিথ ও হেডের অবিচ্ছিন্ন ২৫১ রানের জুটিতে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩২৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা। স্মিথ ৯৫ ও হেড ১৪৬ রানে অপরাজিত আছেন।
টস জিতে ফিল্ডিং নিয়ে ভারত হয়তো ভাবছিল, ঠিক সিদ্ধান্তই নিয়েছে তারা। কারণ ইনিংসের চতুর্থ ওভারেই মেলে উইকেটের দেখা। রানের খাতা খোলার আগেই অজি ওপেনার উসমান খাওয়াজাকে ফিরিয়ে দেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ২ রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লেও দলকে তা বুঝতে দেননি ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন।
দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তারা। অজিরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, তখনই আসে বিপদ। তিন ওভারের ব্যবধানে ওয়ার্নার ও লাবুশেনকে ফিরিয়ে দেন ভারতের দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ শামি। ফেরার আগে ওয়ার্নার ৬০ বলে ৮টি চারে ৪০ ও লাবুশেন ৬২ বলে ৩টি চারে ২৬ রান করেন।
৫ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে হঠাৎ দিকাহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলকে ঠিক পথে ফেরাতে অবশ্য সময় নেননি স্মিথ ও হেড। দলে স্বস্তি ফিরিয়ে দারুণ ব্যাটিং করে যেতে থাকেন এ দুজন। এরপর কেবল তাদেরই রাজত্ব, ভারতের কোনো বোলার এ দুজনকে সাজঘর দেখাতে পারেননি। স্মিথ তার হার না মানা ৯৫ রানে পৌঁছাতে বল খরচা করেন ২২৭টি, চার মেরেছেন ১৪টি। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেও অপরাজিত থাকা হেড ওয়ানডের গতিতে ১৫৬ বলে ১৪৬ রান করেছেন। চার মেরেছেন ২২টি, ছক্কা একটি।