টারান্টিনো ও স্করসেজির মার্ভেল সিনেমা নিয়ে সমালোচনা 'হতাশাজনক': ক্রিস হেমসওয়ার্থ
অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ বলেছেন, মার্টিন স্করসেজি এবং কুয়েন্টিন টারান্টিনোর মার্ভেল সিনেমা নিয়ে সমালোচনা দেখে তিনি খুবই হতাশ। তার ভাষ্যে, এমন একটা সময় চলছে যখন সিনেমার ব্যবসা এক ধরনের 'ভঙ্গুর' অবস্থায় আছে, তখন এ ধরনের সমালোচনা তার কাছে ভালো লাগেনি।
কিংবদন্তী হলিউড চলচ্চিত্র নির্মাতাদ্বয়, টারান্টিনো এবং স্করসেজি বরাবরই সুপারহিরো চলচ্চিত্রের বিরোধী। আগেপরে বিভিন্ন সাক্ষাতকারে তারা মার্ভেল সিনেমার মান নিয়ে কড়া সমালোচনা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন 'থর' অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।
৩৯ বছর বয়সী এই অভিনেতা স্বীকার করেছেন যে স্করসেজি এবং টারান্টিনোকে তিনি আদর্শ মানেন। কিন্তু তারা শুধুমাত্র 'টাকা উপার্জনকারী স্টুডিও'কে নিয়ে ব্যঙ্গ করেছেন, তাই ভবিষ্যতে কখনো এই বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান এই তারকা।
জিকিউ'কে ক্রিস হেমসওয়ার্থ বলেন, "আমি যখন এটা শুনি (সমালোচনা) তখন খুবই হতাশ লাগে। এরা দুজন আমার হিরো, অথচ তাদের সাথে হয়তো কাজই করা হবে না আমার। তারা বোধহয় আমার কাজ পছন্দ করেন না।"
'থর: লাভ অ্যান্ড থান্ডার' তারকা স্বীকার করেন যে, একজন মার্ভেল তারকা হয়ে ওঠা তার অন্যান্য সিনেমায় অন্য চরিত্রে অভিনয় করার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু তিনি মনে করেন, "আমি কৃতজ্ঞ যে আমি এমন কিছু ছবির অংশ হতে পেরেছি যা দর্শকদের সিনেমা হলে আসতে উদ্বুদ্ধ করেছে।"
তিনি আরও বলেন, "সেই ছবিগুলো অন্যান্য চলচ্চিত্রের জন্য ক্ষতিকর ছিল কিনা আমি জানিনা। সিনেমার ব্যবসা এবং এ শিল্পের মধ্যে যখন এমনিতেই এত 'ভঙ্গুরতা', তখন একে অপরকে যাচাই করতে শুরু করাটা আমার কাছে ভালো লাগে না।"
"আমি এই দুই চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেলে এক সেকেন্ডের মধ্যে রাজি হয়ে যাব। কিন্তু ঐ বিষয়টা নিয়ে বড় পরিসরে আমি মতামত ব্যক্ত করছি। আমাদের কারো কাছেই হয়তো উত্তরটা নেই, কিন্তু আমরা চেষ্টা করছি", যোগ করেন ক্রিস।
সম্প্রতি 'হলিউডের মার্ভেলাইজেশন'কে অচল বলে আখ্যা দিয়েছেন টারান্টিনো। এর আগে 'পাল্প ফিকশন' ও 'কিল বিল' নির্মাতা বলেছিলেন, মার্ভেল সিনেমার তারকারা সত্যিকার অর্থে কোনো সিনেমা তারকাই নয়।
'টু বিয়ারস ওয়ান কেইভ' পডকাস্টে তিনি বলেছিলেন, "আপনি দেখবেন যে প্রচুর অভিনেতা এইসব চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে যাচ্ছে। কিন্তু তারা আসলে সিনেমা তারকা নয়, তাইনা? আমিই প্রথম ব্যক্তি না যে এই কথা বলছে। আমার আগে আরও লক্ষ্য কোটিবার এই কথা বলা হয়ে গেছে... কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির চরিত্রগুলোই তারকা হয়ে ওঠে।"
অন্যদিকে, এম্পায়ার ম্যাগাজিন'কে স্করসেজি বলেছিলেন, "সত্যি বলতে তাদের সম্পর্কে আমি যতটাই ভাবি, যেভাবে এসব সিনেমা তৈরি হচ্ছে, আর এই পরিস্থিতিতে অভিনেতারা সর্বোচ্চ যা করছে, সব মিলিয়ে মনে হয় থিম পার্ক। এটা সেই সিনেমা নয় যেখানে মানুষের আবেগ, মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।"