অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’, প্রভাব পড়বে ভারত-পাকিস্তানে
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুন) ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর ল্যান্ডফল ঘটবে। সে সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিমি হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।
ইতিমধ্যেই এটি অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে; ঘণ্টায় ৯ কিমি বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
বর্তমানে ঘূর্ণিঝড় মুম্বাইয়ের ৫৮০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, পোরবন্দরের ৪৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং করাচির ৭২০ কিমি দক্ষিণে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ১৫ জুন দুপুরের দিকে সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে যাবে। গুজরাটের মান্ডভি এবং পাকিস্তানের করাচির মধ্যে দিয়ে পাকিস্তানি উপকূলে আছড়ে পড়তে পারে বিপর্যয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। করাচি বন্দরে 'লাল সতর্কতা' জারি করা হয়েছে। ভারতের কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় টাউকটের পর এটাই আরব সাগরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে।