ভারতকে হারিয়ে টেস্টের বিশ্বসেরা অস্ট্রেলিয়া
জিততে হলে রান পাহাড় টপকে বিশ্ব রেকর্ড গড়তে হতো ভারতকে। কিন্তু পাহাড় টপকানো তো দূরের কথা, পাহাড়ে চড়াই হলো না তাদের। দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দিক হারিয়ে দিগ্বিদিক ছোটা ভারত সেভাবে লড়াইও করতে পারলো না। আরও একবার খুব কাছে গিয়েও শিরোপা খোয়ানোর হতাশায় ডুবতে হলো কোহলি-রোহিতদের। দারুণ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। দাপুটে জয়ে ম্যাচ জিতে টেস্টের শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিলো অজিরা, এতোদিন যা ছিল নিউজিল্যান্ডের দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরেও ফাইনাল খেলে ভারত। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে আর এবার অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারালো তারা।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ম্যাচসেরা ট্রাভিস হেডের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। অজিদের দারুণ বোলিংয়ের সামনে ২৯৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই ১৭৩ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্সের দল, ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪। জবাবে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় ভারত।
৪৪৪ রানের লক্ষ্য, ভারতের জন্য পাহাড় সমান। কেবল ভারত নয়, যেকোনো দলের জন্যই তাই। এই রান পাড়ি দেওয়া মানে টেস্ট ইতিহাস নতুন করে লেখা। টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডই ৪১৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে ওয়েস্ট ইন্ডিজ। তবু জয়ে চোখ রেখেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত। কিন্তু অবিশ্বাস্য কিছু করে জেতার মতো পারফরম্যান্স করতে পারেনি তারা। নিজেদের ইতিহাসে এর আগে ভারত একবারই ৪০০'র বেশি রান তাড়া করে জিতেছে।
বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৮০ রান, হাতে ছিল ৭ উইকেট। ভরসা হয়ে টিকে ছিলেন যেকোনো ফরম্যাটে ভারতের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে।
রাহানে ২০ ও কোহলি ৪৪ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন। কিন্তু আগের দিন ৭১ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান তাদের জুটি আর বেশি বড় করতে পারেননি। এদিন আর ১৫ রান করতেই এই জুটি ভেঙে দেন অজি পেসার স্কট বোল্যান্ড, তার শিকার ভারতের মহাতারকা কোহলি। ৭৮ বলে ৭টি চারে ৪৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কোহলির আউটে যেন বেজে ওঠে ভাঙনের সুর। একই ওভারে রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দেন বোল্যান্ড। হঠাৎ দিক হারিয়ে বসা ভারতের আরও বিপদ বাড়ে ২০০ পেরিয়ে। ভাঙনের সুরে কান পেতে দিক হারান রাহানেও। দলীয় ২১২ রানে মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ১০৮ বলে ৭টি চারে ৪৬ রান করেন তিনি।
২২ রানের মধ্যে বাকি চার উইকেট খুইয়ে হার মেনে নেয় ভারত। জাদেজার বিদায়ের পর রাহানের সঙ্গে কিছুটা সময় লড়াই করা শ্রীকর ভারত করেন ২৩ রান। শেষ দিকে মোহাম্মদ শামি ৮ বলে ১৩ রান করেন। ভারতকে সবচেয়ে বেশি ভোগানো অজি স্পিনার নাথান লায়ন ৪১ রান খরচায় ৪টি উইকেট নেন। ৩ উইকেট নেন বোল্যান্ড। এ ছাড়া স্টার্ক ২টি ও অধিনায়ক প্যাট কামিন্স একটি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯
ভারত প্রথম ইনিংস: ২৯৬
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৭০/৮ ডিক্লে. (লাবুশেন ৪১, গ্রিন ২৫, কেয়ারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ২/৩৯, সিরাজ ১/৮০, উমেশ ২/৫৪, জাদেজা ৩/৫৮)।
ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৬৩.৩ ওভারে ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, শ্রীকর ২৩, শামি ১৩; লায়ন ৪/৪১, বোল্যান্ড ৩/৪৬, স্টার্ক ২/৭৭, কামিন্স ১/৫৫)।
ফল: অস্ট্রেলিয়া ২০৯ রা জয়ী
ম্যাচ সেরা: ট্রাভিড হেড, অস্ট্রেলিয়া