'অধিনায়কত্ব আমার কাছে বিশেষ কিছু নয়'
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে না থাকায় দায়িত্ব বর্তেছে সহ-অধিনায়ক লিটনের ওপর।
আজ সংবাদ সম্মলনে টেস্টে প্রথমবারের মতো অধিনায়কত্ব করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন লিটন।
হঠাৎ করেই অধিনায়কত্ব করা লাগলেও সেটি তার জন্য কোনো চাপ নয় বলে জানিয়েছেন লিটন, বরং নিজেকে গর্বিত মনে হচ্ছে তার, 'বিশেষ কিছু না। এটা তো অবশ্য একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়ক্ত্ব করা এটা তো অবশ্যই গর্বের বিষয়।'
আফগানিস্তানের হয়ে খেলছেন না তাদের নিয়মিত অধিনায়ক রশিদ খান। এটি বাংলাদেশকে বাড়তি কোনো সুবিধা দেবে কিনা সেই বিষয়ে লিটন বলেন, 'রশিদ থাকলেও যেভাবে সিরিয়াসভাবে নিতাম, না থাকায়ও আমরা ওই ওয়েতে এগোব। টেস্ট ক্রিকেটে আমাদেরও বিরতি পড়েছে। সর্বশেষ আমরা এপ্রিলে খেলেছি। তারপর একটা সাদা বলের সংস্করণ খেলেছি আমরা। আমার মনে হয় তাদের চেয়ে আমরা একদিক দিয়ে ভালো আমরা অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি, আমাদের ম্যাচুরিটি লেভেলও বেশি কারণ আমরা ক্রিকেটাররা অনেক টেস্ট ক্রিকেট খেলি এখন।'
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে প্রথমবারের মতাও ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী লিটন, 'দিপুকে আমি অনেক দিন ধরে দেখছি। তার ব্যাটিং আর ব্যাটিং এথিকস আমার খুব ভালো লাগে। টেস্ট ক্রিকেটের জন্য আমি এটা প্রেফার করি। কিন্তু দুই তিন দিন হলো প্র্যাকটিস হয়েছে, তো এখনো সময় আছে তার হাতে, সে খুব তরুণ।'