ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হচ্ছে বলে তিনি জানান।
বুধবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানান।
করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে মাত্র চারটি কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত বাড়ানো হতে পারে বলে আগেই আভাস দেওয়া হয়েছিল।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, ঈদের আগেআর মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুললে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসগুলো প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীকালে ছুটির মেয়াদ কয়েক দফায় ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।