বর্ণবাদের প্রতিবাদে ব্রাজিলের কালো জার্সি
ব্রাজিল ফুটবল দলের কথা মনে হলেই ভেসে ওঠে হলুদ জার্সিতে মোড়ানো শৈল্পিক সব খেলোয়াড়দের ছবি। কখনো কখনো নীল জার্সি পরেও খেলে থাকে জোগো বনিতোর ধারক-বাহকেরা।
কিন্তু কালো জার্সি পরে ব্রাজিল কখনো কোনো ফুটবল ম্যাচ খেলতে নামবে, এমনটা কল্পনা করা কঠিনই বটে। সেই নজিরও স্থাপিত হয়ে গেল বার্সেলোনায়। কালো জার্সি পরে খেলতে নেমেছে ব্রাজিল—এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেনি। প্রথমবারের দেখা গেল গতকাল রাতে।
বার্সেলোনায় গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ইতিহাসে এই প্রথম কালো জার্সি পরতে দেখা গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ভিনিশিয়ুস জুনিয়রের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদেই মূলত কালো জার্সি পরে খেলতে নামা।
প্রথমার্ধে কালো জার্সি পরে খেললেও দ্বিতীয়ার্ধে চিরচেনা হলুদ জার্সিতেই দেখা গেছে ব্রাজিলকে। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান 'বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়' লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
তবে এই ম্যাচেও কিনা বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে! খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, 'হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।'
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?'