ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন বুস্কেটসও
গুঞ্জন শোনা যাচ্ছিল জোরেশোরেই। এবার সেটি সত্যি হতে চলেছে। ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হতে যাচ্ছেন সের্হিও বুস্কেটস।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক শেষে ক্লাব ছেড়েছেন স্প্যানিশ এই কিংবদন্তি। এবার নিজের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন বুস্কেটস। সেখানে নিজের সাবেক সতীর্থ ও কাছের বন্ধু মেসিকেও পাশে পাবেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
২০০৮ থেকে ২০২৩— গত ১৫ বছরে বার্সেলোনার রক্ষণ ও মাঝমাঠের যোগসূত্র হয়ে খেলেছেন বুস্কেটস। এ সময়ে বার্সার বড় সব সাফল্যের অংশীদার হয়েছেন এই স্প্যানিশ। এরই মধ্যে নিজেকে সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও প্রতিষ্ঠা করেছেন বুস্কেটস।
২০২২-২৩ মৌসুমের শেষে বুস্কেটস বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। তার কাছে সৌদি আরবের ক্লাব আল- হিলালের বিশাল অঙ্কের প্রস্তাব ছিল। তবে মুন্দো দেপোর্তিভোর মতে, সব প্রস্তাব বিবেচনা করেই বুস্কেটস যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
মেসিরও আল-হিলালের কাছ থেকে বিশাল প্রস্তাব ছিল। কিন্তু সেটি গ্রহণ না করে তিনি মায়ামিতে খেলার সিদ্ধান্ত নেন। বুস্কেটসও মায়ামিতে আসছেন, মেসির কথা ভেবেই।
ইন্টার মায়ামির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বুস্কেটসের এজেন্ট প্রতিষ্ঠানের আলোচনা অনেক দূরই এগিয়েছে। দুই পক্ষ মিলে চুক্তিপত্রের খসড়াও নাকি তৈরি হয়ে গেছে। বুস্কেটসের সঙ্গে মায়ামির চুক্তি হবে দুই মৌসুমের জন্য। মেসির চুক্তির ধরনও একই।