১১ বছর আগেই ছেড়েছেন শোবিজ, কোথায় আছেন সিআইডি’র সেই বিবেক?
একটা সময় বলা হতো, 'সনি টিভিতে সিআইডি চলে না, সিআইডি-র উপর নির্ভর করেই সনি চলে'। হিন্দি টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশিদিন (২০ বছর) ধরে সম্প্রচারিত হওয়া সিআইডি-তে দীর্ঘ ৫ বছর অভিনয় করেছেন বিবেক মাশরু। এরপরই শোবিজের জগত থেকে গায়েব হয়ে যান তিনি!
সিআইডি- তে ইন্সপেক্টর বিবেক হিসেবে অভিনয় করেন তিনি। পরিচিত ছিলেন 'স্টান্ট কিং' হিসেবে।
সম্প্রতি আবারো সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বিবেক। এক টুইটার ভক্ত বিবেকের একটি ছবি শেয়ার করে লেখেন- 'আপনি যদি এনাকে চেনেন তাহলে আপনার শৈশব দুর্দান্ত ছিল'। সেই টুইটের রিপ্লাই দিয়েই চর্চায় এসেছেন বিবেক।
টুইটের জবাবে বিবেক লেখেন, 'আমি অল্প যা কিছু করেছি তার জন্য আপনারা যে ভালবাসা ও প্রশংসা জানিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, আমি সত্যিই কৃতজ্ঞ। আজীবন ঋণী থাকব, অনেক ভালোবাসা।'
বর্তমানে বিবেক মাশরু বেঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটির একজন অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ের কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক পদে রয়েছেন তিনি।
লিঙ্কডইন প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, বিবেক কয়েক বছর আগে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। গত বছর সিএমআর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।
এর আগে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের মার্কেটিং বিভাগে কাজ করেছেন।