বাক মুন: বছরের প্রথম ও উজ্জ্বলতম সুপারমুনের দেখা মিললো রাতের আকাশে
সোমবার (৩ জুলাই) রাতের আকাশে উদীয়মান হয় এ বছরের প্রথম এবং উজ্জ্বলতম সুপারমুন। খবর বিবিসি'র।
নাসা জানিয়েছে, প্রায় তিনদিন পর্যন্ত দেখা যাবে 'বাক মুন' হিসেবে পরিচিত এ সুপারমুন।
দ্য ওল্ড ফার্মার্স অ্যালমানাক অনুসারে, অন্যান্য পূর্ণিমার চাঁদের চেয়ে ৭ শতাংশ বড় দেখায় এ সুপারমুনকে।
চাঁদের কক্ষপথ গোলাকার নয়, বরং পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের কারণে এ কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতির। ফলে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ কখনো পৃথিবীর কাছে চলে আসে, কখনো দূরে চলে যায়।
একটি পূর্ণ চাঁদ যখন পৃথিবীর কাছে চলে আসে, তখন সে মহাজাগতিক দৃশ্যকেই সুপারমুন বলা হয়।
জুলাইয়ের সুপারমুনের 'বাক মুন' নামটি এসেছে নেটিভ আমেরিকান উপজতির ঐতিহ্য থেকে। রয়্যাল অবজারভেটরি অনুসারে, বিশেষ প্রজাতির পুরুষ হরিণের নামে এই নামকরণ। এ প্রজাতির হরিণ সাধারণত জুলাই মাসে তাদের বংশ-বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে পৌঁছায়।
নেটিভ আমেরিকান উপজাতিরা জীবিকা নির্বাহের জন্য শিকারের উপর নির্ভরশীল ছিলো। 'বাক মুন' নাম দিয়ে তারা শিকারের মৌসুমকে নির্দেশ করতো বলে ধারণা করা হয়।
এ বছরের আসন্ন পূর্ণিমা ও সুপারমুন
যদিও সাধারণত বছরে ১২টি পূর্ণিমা দেখা যায়; এ বছর পূর্ণিমা হবে ১৩টি।
দ্য ওল্ড ফার্মার্স অ্যালমানাক অনুসারে, আগস্টে দুটি (১ ও ৩০ তারিখ) সুপারমুন দেখা যাবে। ৩০ আগস্ট দৃশ্যমান হবে 'ব্লু মুন'। চাঁদ এসময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে।
বছরের চতুর্থ এবং শেষ সুপারমুন দেখা যাবে ২৯ সেপ্টেম্বর।