টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন আফিফ
গত মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। একই সিরিজের বাকি থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আবার এসেছে আফগানরা। এবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ, যার প্রথমটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে।
অধিনায়ক তামিম ইকবাল পুরোপুরি ফিট না হলেও এই ম্যাচ খেলছেন। এই ম্যাচে খেলার ঘোষণা তিনি গতকাল দিয়ে রেখেছেন। বাকি দুই ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটা বুঝতেই মূলত এই ম্যাচ খেলছেন তামিম। আগের দুই সিরিজে স্কোয়াড থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব একাদশে ফিরেছেন। চোট কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
চোট কাটিয়ে আফগানিস্তানের একাদশে ফিরেছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। টেস্ট থেকে অবসর নেওয়া মোহামম্মদ নবীও আছেন একাদশে। আফগানিস্তানের ৫৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে এই ম্যাচে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম সফির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ সেলিম সফি।