দুস্থ-অসহায়দের ঈদ রাঙাতে রুবেলের উপহার
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে আসছেন রুবেল হোসেন। দুস্থ-অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন জাতীয় দলের ডানহাতি এই পেসার। তার সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বাই।
এরআগে খেটে খাওয়া মানুষদের খাবারের চিন্তা করেছেন রুবেল। এবার তাদের ঈদ পোশাকের ব্যবস্থা করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বিষয়টি রুবেল নিজেই জানিয়েছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন রুবেল। যেখানে তিনি ৩০০ জনকে ঈদ উপহার দেওয়ার কথা জানিয়েছেন। কয়েকটি ছবি পোস্ট করেছেন রুবেল। যেখানে তাকে মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে।
ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, 'করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি, এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব-দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন।'
সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে রুবেল আরও লিখেছেন, 'করোনার কালো অধ্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি আমার বাগেরহাটে ৩০০ জন দুস্থ-মানুষের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।'
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে মিরপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ান রুবেল। এরপর নিজ এলাকা বাগেরহাটের মানুষদের সাহায্যে এগিয়ে যান তিনি। সেখানকার মানুষদের করোনা নির্ণয়ে ২০টি থার্মাল স্ক্যানার দেন। জাতীয় দলের ডানহাতি এই পেসারের দেওয়া থার্মাল স্ক্যানার অফিস-আদালত, জনসমাগম হয়; এমন সব জায়গায় ব্যবহার করা হচ্ছে।