বিমানযাত্রী পাঠিয়ে বিশ্বব্যাপী ভাইরাসের বীজ বুনেছে চীন: ট্রাম্প উপদেষ্টা
করোনাভাইরাসের প্রাণঘাতী বিশ্বমহামারি সৃষ্টির জন্য চীনকে দায়ি করে, দেশটির প্রতি এখন নিয়মিত আক্রমণ শুরু করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ উপদেষ্টা সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এমন ইঙ্গিত দিয়েছেন, যে চীন ইচ্ছে করে বিমানযাত্রী পাঠিয়ে পুরো বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে দিয়েছে।
এবিসি নিউজের 'দিজ উইক' শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে পিটার নাভারো বলেন, চীনের উহান নগরে ভাইরাসটিকে জন্ম দেওয়া হয় (গবেষণাগারে তৈরির ইঙ্গিত), সেখানে প্রথম রোগী গতবছরের নভেম্বরেই শনাক্ত করা হয়েছিল।'
'বিশ্বস্বাস্থ্য সংস্থার ঢালকে কাজে লাগিয়ে নেপথ্যে চীন লাখ লাখ নাগরিককে বিমানে করে মিলান (ইতালি), নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) সহ বিশ্বের অন্যান্য স্থানে পাঠিয়ে ভাইরাস সংক্রমণের বীজ বুনেছে' যোগ করেন নাভারো।
উল্লেখ্য মিলান ও নিউইয়র্ক উভয় শহরই যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভাইরাস সংক্রমণের উষ্ণ কেন্দ্রভূমিতে পরিণত হয়। তবে গত মাসে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভাইরাসের উৎস যে চীন নয় সেই বিষয়টি নিশ্চিত করেন। খবর ব্লুমবার্গের।
গবেষকরা জানান, নিউইয়র্কে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসের মূল উৎসস্থল ছিল- ইউরোপের নানা দেশ যেমন; যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড থেকে আসা যাত্রীরা।
ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা নাভারো অবশ্য এসব গবেষণার ধারে কাছ দিয়েও যাননি। আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হওয়ার চেষ্টায়, ট্রাম্প প্রশাসন এখন নিজেদের ঘাড় থেকে করোনা মহামারি প্রতিরোধে ব্যর্থতার দায় সরাতেই ব্যস্ত।
নাভারো আরও বলেন, 'তারা (চীন সরকার) চাইলেই ভাইরাসটিকে শুধু উহানেই সীমাবদ্ধ রাখতে পারত। তার বদলে এটা এখন বিশ্ব মহামারিতে রুপ দেওয়া হয়েছে। একারণেই আমি বলছি, চীন ইচ্ছে করেই মার্কিন নাগরিকদের সঙ্গে এমন আচরণ করেছে এবং এজন্যই আমি তাদের দায়ি করছি।'