পাসপোর্টের মর্যাদায় ৫ ধাপ এগোলো বাংলাদেশ, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের
বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩-এর তৃতীয় কোয়ার্টারের সংস্করণে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বর্তমানে বিশ্বের ৯৬তম শক্তিশালী পাসপোর্ট এটি। খবর ইউএনবি ও হিন্দুস্তান টাইমস-এর।
২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে মোট ১০৩টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ৯৬তম স্থানে রয়েছে। এর আগে ২০২২ সালে বাংলাদেশ মোট ১০৯টির মধ্যে ১০৪তম হয়েছিল।
পাসপোর্টধারীরা আগে থেকেই ভিসা না নিয়ে কতগুলো গন্তব্যে ভ্রমণ করতে পারেন তার ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
বিশ্বের সব দেশের পাসপোর্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব এখন সিঙ্গাপুরের। ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের, যা এটিকে শক্তিশালী করে তুলেছে। মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।
সর্বশেষ র্যাংকিংয়ে জাপানের অবস্থান তৃতীয় স্থানে। গত পাঁচ বছর টানা শীর্ষস্থানে থাকার পর এবার তালিকায় দুই ধাপ নিচে নেমে গিয়েছে এই দেশটি। জাপানের পাসপোর্টধারীদের বিশ্বের ১৮৯টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ রয়েছে। তবে তৃতীয় স্থানে যৌথভাবে আরও রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন।
এদিকে র্যাংকিংয়ে গত বছরের তুলনায় এগিয়ে গিয়েছে ভারত। বর্তমানে ৮০তম স্থানে রয়েছে দেশটি এবং ভারতের সঙ্গে যৌথভাবে এই অবস্থানে আছে টোগো এবং সেনেগাল। এই তিনটি দেশের পাসপোর্ট থাকা মানে ৫৭টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে।
এক দশক আগে একবার শীর্ষস্থান অধিকার করা যুক্তরাষ্ট্রের অবস্থান এবার ৮ম। আর যুক্তরাজ্য রয়েছে ৪র্থ স্থানে।
এদিকে তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১০৩)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৭টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন। নিচের দিক থেকে র্যাংকিংয়ে আরও আছে ইয়েমেন (৯৯তম), পাকিস্তান (১০০), সিরিয়া (১০১) এবং ইরাক (১০২)।
২০ বছর আগে হেনলি অ্যান্ড পার্টনারস-এর চেয়ারম্যান ডা. ক্রিস্টিয়ান এইচ কেলিন এই সূচক উদ্ভাবন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই কোন দেশের পাসপোর্টধারীরা বিশ্বের কয়টি দেশে যেতে পারবে, সেই সংখ্যার উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।