সাকিবদের ম্যাচে মাঠে সাপ ঢুকে খেলা বন্ধ
অনেক কারণেই ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে খেলায় বিঘ্ন ঘটতে পারে। খারাপ আবহাওয়া, কোনো খেলোয়াড়ের চোট কিংবা মাঠে কুকুর ঢুকে পড়ার ঘটনা স্বাভাবিকই।
কিন্তু মাঠে সাপ ঢুকে গিয়ে খেলা বন্ধ থাকার নজির খুব বেশি নেই। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ঘটল তেমনই এক ঘটনা। সাকিব আল হাসানের গল টাইটানসের সঙ্গে ডাম্বুলা অরার ম্যাচে দেখা গেল এই বিরল ঘটনা।
ঘটনাটি ঘটে ডাম্বুলার ইনিংসের সময়। গল টাইটানসের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছিলো তারা। ডাম্বুলার রান যখন চার ওভার শেষে দুই উইকেট হারিয়ে ২৭ রান, তখনই মাঠে একটি সাপের উপস্থিতি দেখা যায়। যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
তবে মাঠে সাপ ঢুকে খেলা বন্ধ থাকার ঘটনা এটিই প্রথম নয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও এমন কিছুর সাক্ষী হয়েছেন দর্শকরা। সেই ম্যাচটি হয়েছিল গৌহাটিতে।
লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সাকিবের গল জিতেছে সুপার ওভারে। সাকিব ব্যাট হাতে করেছেন ২৩ রান, বল হাতে নিয়েছেন একটি উইকেট।