জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন শুরু
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ২১ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন শেষে মঙ্গলবার (১ আগস্ট) আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা। শরীরে কাফনের কাপড় জড়িয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে অনশন শুরু করেন তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয়করণের দাবিতে আন্দোলন চলছে।
বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, 'মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের গন্তব্য এখন দুটি, হয় ঘোষণা বা পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অথবা কবরস্থান।'
তিনি বলেন, আমাদের মৃত্যুর দামেও যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হয় এবং শিক্ষকদের বৈষম্য দূর হয় তাহলে আমাদের জীবন সার্থক হবে।
শোকের মাস আগস্ট শুরু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।