রাহুল গান্ধীর কারাদণ্ডের রায়ের ওপর স্থগিতাদেশ ভারতের সুপ্রিম কোর্টের, ফিরে পাচ্ছেন এমপি পদ
মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাট একটি আদালতের দেওয়া রায় স্থগিতাদেশ জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে ব্যঙ্গ করার দায়ে রাহুল গান্ধীর নামে মানহানির মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। সেই মামলায় গুজরাটের একটি নিম্ন আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন।
দণ্ডিত হওয়ার পর সংসদ সদস্য (এমপি) পদ হারান রাহুল।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ গুজরাটের আদালতের রায়ের সমালোচনা করে বলেন, 'রাহুল গান্ধীকে কেন অপরাধমূলক মানহানির মামলার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল, তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত দেখাতে পারেননি।'
সুরাটের আদালতের ওই সাজা দেওয়ার ফলে রাহুল গান্ধী শুধু এমপি পদই হারাননি, সেই সঙ্গে ছয় বছরের জন্য নির্বাচনে লড়াও নিষিদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য। এর বিরুদ্ধে রাহুল গান্ধী আপিল করলে সুরাটের নিম্ন আদালতের সেই রায় বহাল রেখেছিল সুরাট দায়রা আদালত এবং গুজরাট হাই কোর্টও।
কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট সেই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিলেন। সুপ্রিম কোর্টের এ আদেশের রাহুলের সংসদে ফেরার সুযোগ তৈরির পাশাপাশি ২০২৪ সালে সাধারণ নির্বাচনে লড়ার পথেও বাধা দূর হলো।
এখন রাহুল গান্ধীর ফের এমপি হওয়ার জন্য সংসদের নিম্নকক্ষের অফিসকে তার অযোগ্যতার সেই ঘোষণা বাতিল করতে হবে।
সংসদের নিম্নকক্ষের সাবেক সেক্রেটারি জেনারেল পিডিটি আচারি বিবিসিকে বলেন, 'এ কাজ তাৎক্ষণিক করতে হবে।' তিনি বলেন, সোমবার থেকেই পার্লামেন্ট সেশনে যোগ দিতে পারবেন রাহুল।
আচারি আরও বলেন, 'তার সাজার বিষয়টি যদি নিষ্পত্তি না-ও হয়, তবু তিনি আগামী নির্বাচনে লড়তে পারবেন।'
গুজরাটের আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে সতর্ক করেছেন যে, যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, সেটি করার সময় তার আরও সতর্ক হওয়া উচিত ছিল।
২০১৯ সালে সেই মন্তব্য করার পর বিজেপির আইনপ্রণেতা পূর্ণেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করে।
কর্ণাটকে এক নির্বাচনী সমাবেশে রাহুল বলেছিলেন, 'সব চোরেদের পদবিই কেন মোদি কেন হয়? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।'
নিরাভ মোদি পলাতক ভারতীয় হীরা টাইকুন। ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান, তাকে দেশটির ক্রিকেট বোর্ড আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।
পূর্ণেশ মোদী অভিযোগ করেন যে রাহুল গান্ধীর মন্তব্য পুরো মোদি সম্প্রদায়ের মানহানি করেছে। তবে রাহুল দাবি করেছিলেন, তিনি দুর্নীতির বিষয়টি তুলে ধরতে এ মন্তব্য করেছিলেন, কোনো সম্প্রদায়কে আঘাত করার জন্য কথাটি বলেননি।