শামুকের গতিতে দৌড়, সোমালি স্প্রিন্টারের ভিডিও ভাইরাল
১০০ মিটারের দৌড়ের জনপ্রিয়তাকে সারা বিশ্ব জুড়ে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন জামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট। ২০০৮ সালের অলিম্পিকে বেইজিংয়ে বিশ্বরেকর্ড গড়ে মাত্র ৯ সেকেন্ডের সামান্য বেশি সময়ে এই দৌড় শেষ করেছিলেন। ১০০ মিটার স্প্রিন্টের মূল আকর্ষণই গতি, ১০-১২ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় এ প্রতিযোগিতা।
সেই ১০০ মিটার দৌড়কে ঘিরেই এবার ফের একবার আলোড়ন পড়ে গেছে অ্যাথলেটিকস জগতে। ১০০ মিটার দৌড় শেষ করতে সোমালিয়ার এক স্প্রিন্টার সম্প্রতি নিয়েছেন ২১ সেকেন্ড সময়। আর তাতে এতটাই রেগে গিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী যে অ্যাথলেটিক্স সংস্থার প্রধানকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছেন!
গত সপ্তাহে চীনের চেংদুতে বিশ্ব ইউনিভার্সিটি গেমসের আসর বসেছিল। সেখানে অংশ নেন সোমালিয়ার প্রতিযোগী নাসরা আবুকার আলী। তিনি বিজয়ী ব্রাজিলের গ্যাব্রিয়েলা মৌরাওর চেয়ে প্রায় দ্বিগুণ সময় নেন দৌড় শেষ করতেই। তা দেখে অনেকেই হতবাক হয়ে যান।
অনলাইনে ভাইরাল হয়ে গেছে এ ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যায়, নাসরা আবুকার এত পিছনে পড়ে যান যে তিনি বেশিরভাগ দৌড়ের জন্য ব্রডকাস্টারদের ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যাচ্ছেন। ২১.৮১ সেকেন্ডের সময়ে দৌড় শেষ করেন তিনি। আর বিজয়ী দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১১.৫৮ সেকেন্ডের চেয়ে কিছুটা বেশি।
১০ সেকেন্ডের বেশি সময় নেওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গেছেন সোমালিয়ার ওই দৌড়বিদ। ১০০ মিটারের ইতিহাসে সবচেয়ে ধীরগতিতে রেস শেষ করেন তিনি। সোমালিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনের নারী চেয়ারম্যান খাদিজো আদেন দাহিরকে 'ক্ষমতার অপব্যবহার, স্বজনপোষণ এবং জাতির নাম কলঙ্কিত করার' অভিযোগে সাসপেন্ড করেছেন দেশের ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ বারে মোহাম্মদ।
প্রশ্ন উঠে গেছে, অ্যাথলেটিক্স চিফ খাদিজো এডেন দাহিরের আত্মীয় বলেই কি তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হলো?
এই স্প্রিন্টারের আচরণ, তার উদ্দেশ্য নিয়ে সোমালিয়ার ন্যাশনাল অলিম্পিক কমিটি তদন্ত করে। তাতে জানা যায় আরও ভয়ংকর তথ্য। জানা যায়, সোমালিয়ার ওই প্রতিযোগী কোনো স্প্রিন্টার নন, পাশাপাশি তিনি ক্রীড়াবিদও নন। তাহলে তিনি কে? কী করে তিনি জাতীয় দলে জায়গা পেলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।