আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সম্পন্ন
আল-হিলালই হলো নেইমারের ঠিকানা। সৌদি আরবের ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্বাস্থ্যপরীক্ষার উদ্দেশ্যে এখন সৌদি আরবের পথে আছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমারের জন্য পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো দেবে আল-হিলাল। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল ফরাসি ক্লাবটি। যা এখনও বিশ্বরেকর্ড।
দলবদলের খবর দেওয়া নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে জানান, দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। চুক্তি চূড়ান্ত করতে দুই পক্ষই নথিপত্র পরীক্ষা ও অনুমোদন নিয়ে কাজ করছে।
মেডিকেল পরীক্ষার পর আজ তিনি সৌদিতে যাবেন। ক্লাবটির হয়ে তিনি গায়ে চড়াবেন '১০ নম্বর' জার্সি। এই সপ্তাহেই নেইমারকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পিএসজিতে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতন পান নেইমার। আল-হিলালে মৌসুমপ্রতি ১৬০ মিলিয়ন ইউরো পাবেন, এমন গুঞ্জন আছে। দুই মৌসুমের নেইমারকে ৩২০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল-হিলাল, জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে।