বাংলাদেশ দলের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
চোখ পড়তেই অনুশীলনরত ক্রিকেটাররা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিছুক্ষণ পর ড্রেসিং রুমের দিকে এগিয়ে গেলেন তারা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুন অবশ্য বেশি সময় ধরে জ্বলেনি, কয়েক মিনিট পর আগুন নিভে যায়।
এশিয়া কাপের বিশেষ ক্যাম্পের ক্রিকেটার সংখ্যা কমেছে। ৩২ জন ডাক পেলেও ১৭ জনকে স্কোয়াডে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর আজ অনুশীলন শুরু হয় বাংলাদেশ দলের। আবহাওয়া মেঘলা থাকায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচের আবহে চলছিল অনুশীলন। এ সময় অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটে।
বিকালের দিকে হঠাৎ পূর্ব গ্যালারির ফ্লাডলাইটের কয়েকটি বাতিতে আগুন ধরে যায়। এমন ঘটনায় অনুশীলন থামিয়ে দাঁড়িয়ে যান ক্রিকেটাররা, দেখতে থাকেন দৃশ্যটি। তবে আগুন বেশিক্ষণ থাকেনি, দেড়-দুই মিনিটের মধ্যে আগুন নিভে যায়। ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাওয়া ক্রিকেটাররা কিছুক্ষণ পর আবার অনুশীলন শুরু করেন। পরে ফ্লাডলাইটটি আবার জ্বালানো হয়।
শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। তিনি বলেন, 'ফ্লাডলাইটের নিচের দিকে আগুন ধরে গিয়েছিল। গত কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে, এ কারণে শর্ট সার্কিট হয়েছে। তাই কয়েকটি বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দিই, এরপর আগুন নিভে যায়।'
খুব বেশি ক্ষতি হয়নি জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, 'কাজ করতে হবে ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে। কিছু সার্কিট হয়তো পরিবর্তন করতে হবে। এ ছাড়া ফ্লাডলাইটে তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি সার্কিট বদলে দিলেই ঠিক হয়ে যাবে। সমস্যা নেই, সব কিছু নিয়ন্ত্রণে আছে।'
স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটার নিয়ে চলছে বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি। অন্যান্য সময় অনুশীলন সভারে স্টেডিয়ামে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকলেও আগামী কয়েক দিনের জন্য রাখা হয়নি। ১৭ আগস্ট পর্যন্ত সংবাদমাধ্যমের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ থাকবে (শুধু ছবি ও ফিডিওর জন্য ১৫ মিনিটের জন্য সুযোগ দেওয়া হবে)। তবে প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট, পরের দিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।