নেইমারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আল-হিলালের
আল-হিলালই হলো নেইমারের ঠিকানা। সৌদি আরবের ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আল-হিলাল। একটি ভিডিওবার্তার মাধ্যমে এই ঘোষণা দেয় তারা, যেখানে হাজির হয়েছেন নেইমার নিজেই।
ভিডিও বার্তায় নেইমার বলেন, 'আমি এখন সৌদি আরবে, আমি একজন হিলালি।'
নেইমারের জন্য পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো দেবে আল-হিলাল। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল ফরাসি ক্লাবটি। যা এখনও বিশ্বরেকর্ড।
দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।
ক্লাবটির হয়ে তিনি গায়ে চড়াবেন '১০ নম্বর' জার্সি। এই সপ্তাহেই নেইমারকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পিএসজিতে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতন পেতেন নেইমার। আল-হিলালে দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।