বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
ইরানি বংশোদ্ভূত মডেল স্যাম আসগরির সঙ্গে বছরখানেক সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটছেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। কয়েকদিন আগেই এ বিষয়ে মুখ খুলেছেন গায়িকা এবং বলেছিলেন, তার বিচ্ছেদ নিয়ে অন্য কাউকে মাথা ঘামাতে হবে না। তবে এই জুটির বিচ্ছেদ নিয়ে আলোচনা অবশ্য থেমে থাকছে না। এবার জানা গেল, বিচ্ছেদের পর ব্রিটনি তার প্রিয় দুই কুকুরকে স্যাম আসগরির মালিকানায় দিতে অস্বীকার করেছেন। কিন্তু তার বদলে তিনি নিজের বাগদানের আংটি দিয়ে দিতেও রাজি আছেন।
জানা গেছে, দুজনের মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করে ২৯ বছর বয়সী স্যাম গত মাসেই ব্রিটনির সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন।
২০২১ সালে ফোর্বসের অনুমান অনুযায়ী, ব্রিটনি স্পিয়ার্সের সম্পদের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, তাদের বিবাহপূর্ব চুক্তি অনুযায়ী, স্যাম আসগরি বিবাহবিচ্ছেদের পর 'প্রতি দুই বছরে ১ মিলিয়ন ডলার' করে পাবেন। ১৫ বছরে পাবেন ১০ মিলিয়ন ডলার। কিন্তু তাদের বিয়ে ২০২২ সালের জুনে হওয়ায়, প্রিনাপ অনুযায়ী, ১ মিলিয়ন ডলার পাবেন না স্যাম।
কিন্তু বিচ্ছেদের আবেদনে স্যাম টাকা দাবির পাশাপাশি তার আইনি লড়াইয়ের এবং আদালতের খরচপাতিও দাবি করেছেন ব্রিটনির কাছে। একইসঙ্গে 'আলাদা সম্পদ' এবং 'বিভিন্ন আইটেম' এর মালিকানাও দাবি করেছেন।
আর এখানে ভয় ব্রিটনির। ৪১ বছর বয়সী এই মার্কিন গায়িকার আশঙ্কা, স্যাম হয়তো তার আদরের কুকুরদুটিকেই চেয়ে বসবেন; আর কুকুরগুলো স্যামই ব্রিটনিকে দিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটনি স্পিয়ার্সের ঘনিষ্ঠ একটি সূত্র।
ডেইলি মেইলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে স্পিয়ার্স পরিবারের ঘনিষ্ঠ ঐ সূত্র জানায়, বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় তার প্রতিনিধিত্ব করার জন্য বিখ্যাত হলিউড ডিভোর্স অ্যাটর্নি লরা ওয়াসারকে নিয়োগ করেছেন ব্রিটনি। আর লরার টিম আত্মবিশ্বাসী যে ব্রিটনির সম্পদ ছিনিয়ে নেওয়ায় স্যামের যেকোনো কৌশলকে তারা প্রতিহত করতে পারবেন।
কিন্তু একসময়ের জনপ্রিয় গায়িকা ব্রিটনির দুশ্চিন্তা তার কুকুর দুটিকে নিয়ে। এর মধ্যে একটি ডোবারম্যান কুকুরের নাম পোরশা; ২০২১ সালে ব্রিটনিকে এটি দিয়েছিলেন স্যাম। আরেকটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুরের নাম সয়্যার, যেটিকে এবছর তারা পালক নিয়েছিলেন।
তবে কুকুর দিতে আগ্রহী না হলেও আরেকটি সম্পদ ঠিকই দিতে রাজি হয়েছেন ব্রিটনি। যে স্বামীর সঙ্গে তার আর সম্পর্ক থাকবে না, তার দেওয়া বাগদানের আংটি তিনি ফিরিয়ে দিতে চান। আর সেই আংটিও আবার স্যাম বিনামূল্যেই পেয়েছিলেন, অর্থাৎ তাকে আংটিটি কিনে ব্রিটনিকে দিতে হয়নি।
২০২১ সালের সেপ্টেম্বরে যখন স্যাম ব্রিটনিকে প্রস্তাব দেন, তখন তিনি রোমান মালায়েভের নকশা করা একটি হীরার আংটি দিয়ে এই গায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই আংটিও স্যাম বিনামূল্যেই পেয়েছিলেন, কারণ ব্রিটনির খ্যাতির কারণে আংটির ব্র্যান্ডেরও প্রচারণা হয়েছিল।
কিন্তু এখন আর ব্রিটনির কাছে সেই আংটির কোনো আবেদন নেই। এই মুহূর্তে পরিবার, বন্ধুবান্ধবেরা মিলে তার খেয়াল রাখছেন।