যৌতুকের জন্য নির্যাতনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে
যৌতুক দাবি, প্রথম বিয়ের কথা গোপন এবং নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম মামুনুর রশিদ এ আদেশ দেন।
অভিযুক্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন্দ (৩৭) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক অফিসে কর্মরত। সমন জারির পর বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে এসে তিনি জামিন আবেদন করেন।
মাদারীপুর আইনজীবী সমিতির সম্পাদক গোলাম কিবরিয়া জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী জারিন রাফা নীলান্তির (২৬) তথ্যমতে, তারা ২০১৯ সালের ১৭ এপ্রিল বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
কিন্তু পরে তিনি জানতে পারেন তার স্বামীর আগে আরেকটি বিয়ে হয়েছিল এবং তিনি বিষয়টি তার কাছে গোপন রেখেছিলেন।
২০২২ সালের ৭ অক্টোবর বাদীর এক আত্মীয়ের বাড়িতে বসে আসামি জারিনের কাছে ৪০ লাখ টাকা ও ৫ কাঠা জমি যৌতুক হিসেবে দাবি করেন বলে মামলায় বলা হয়েছে।