নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের, ঢাকার বিভিন্ন স্থানে যানজট
নির্ধারিত সিজিপি-এর শর্ত শিথিল করা ও সর্বোচ্চ তিনটি বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) দুপুরে তারা এ অবরোধ শুরু করেন। তার প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়।
এদিকে অবরোধ চলাকালে বিক্ষোভকারী পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করেছেন, ওই শিক্ষার্থীরা 'বিষপান করে অসুস্থ হয়ে পড়ে'। তবে কয়েকজন বলেছেন, তারা 'বিষপানের চেষ্টা' করলেও অন্যরা বাধা দিয়েছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, 'পাঁচজন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা গরমের কারণে অসুস্থ হয়েছেন, না কিছু খেয়েছেন, তা চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করছেন।'
এর আগে ২২ আগস্ট সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন।