এশিয়া কাপে লিটনের বদলি বিজয়
শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার বদলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
ভাইরাল জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে উঠতে পারেননি লিটন। ধারণা করা হয়েছিল, প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে এখন শুধু প্রথম ম্যাচই নয়, পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন লিটন।
লিটনের জায়গায় ডাক পাওয়া এনামুল বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই সিরিজে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩০ রান, যার ফলে বাদ পড়েছিলেন দল থেকে।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন লিটনের জায়গায় সুযোগ পাওয়া বিজয়। তিন সেঞ্চুরির পাশাপাশি করেছেন তিন ফিফটি, যেখানে ব্যাটিং করেছিলেন ৯৭.৩১ স্ট্রাইক রেটে। খুব দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি।
আজ সকালে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে। আমরা বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে তাকে পর্যবেক্ষণে রেখেছি। সে সব সময় আমাদের বিবেচনায় ছিল। লিটনের পরিবর্তনে আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন যে উইকেট কিপিং করতে পারে। এ জন্যই এনামুলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।'