তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক
হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হয় বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে কোণঠাসা সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। আজ তাই চাপের বোঝা মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে পাল্লেকেলেতে, এরপর পাকিস্তানে যায় তারা। আজ লাহোরে আফগানদের বিপক্ষে লড়বেন সাকিব-মুশফিকরা। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
বাংলাদেশের একাদেশ তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ হয়েছে আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদের। বাংলাদেশের ১৪৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হচ্ছে শামীমের। ১৭টি টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডে দলে অভিষেক হচ্ছে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।