সুযোগ পেয়েই সেঞ্চুরি তুলে নিলেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলের হয়ে ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে ওয়ানডেতে একবারই ওপেন করেছেন মিরাজ। ভারতের বিপক্ষে সেই ইনিংসে করেছিলেন ৩২ রান। তবে এবারের সুযোগ কাজে লাগিয়েছেন দারুণভাবে।
এশিয়া কাপের সুপার ফোরে খেলার জন্য জিততেই হবে, এমন সমীকরণের ম্যাচে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন মিরাজ। ওপেন করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১১৫ বলে। মেরেছেন টি ছয়টি চার ও দুটি ছয়। দুর্দান্ত কয়েকটি কভার ড্রাইভ করেছেন মিরাজ, পুরো ব্যাটিংই করেছেন চোখ জুড়ানো।
বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত ৪০.৪ ওভারে ওভারে দুই উইকেট হারিয়ে ২৩৪ রান। তৃতীয় উইকেটে ১৭১ রানের জুটি গড়ে এখনো চালিয়ে যাচ্ছেন মিরাজ ও শান্ত।
বয়সভিত্তিক দলে নিজের ব্যাটিং প্রতিভা দেখানোর সুযোগ পেলেও, জাতীয় দলে এসে বোলার হিসেবেই পরিচিতি পেয়েছেন মিরাজ। কালভেদ্রে দুই-একটি ইনিংসে দলের হয়ে ব্যাটিংয়েও অবদান রেখেছেন। তবে সেভাবে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি।
তবে মিরাজ যে ব্যাটিং টাও ভালো পারেন তা এমন এক ম্যাচেই বুঝিয়ে দিলেন, যেখানে হারলেই বিদায় ঘটবে বাংলাদেশের।