আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে সারাদেশে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জন নিহত এবং ৭৯৪ জন আহত হয়েছেন।
জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৫৭৩ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১২৬ জন।
শনিবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৪৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩৮.৬২ শতাংশ।
নিহতদের মধ্যে নারী ৪৪ জন ও শিশুর সংখ্যা ৫১।
১১টি নৌপথ দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন এবং নয়জন নিখোঁজ। একই সময়ে ২৮টি রেল দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং ১৯ জন আহত হন।
নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য প্রস্তুত করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় অন্তত ৯৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৪.৬ শতাংশ। ৫৭ জন চালক এবং তাদের সহকারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ১৫.০৭ শতাংশ।
আরএসএফ-এর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুসারে, জাতীয় মহাসড়কে সর্বোচ্চ ১৬৯টি (৪১.৯৩ শতাংশ দুর্ঘটনা হয়েছে। আঞ্চলিক সড়কে হয়েছে ১৪৮টি (৩৬.৭২ শতাংশ), গ্রামীণ সড়কে ৪৫টি (১১.১৬ শতাংশ), শহরের রাস্তায় ৩৭টি (৯.১৮ শতাংশ) এবং অন্যান্য স্থানে ৪টি (০.৯৯ শতাংশ) ।
অন্যদিকে, মোট দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ ১৮২টি ঘটেছে(৪৫.১৬ শতাংশ) চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে, ৬৮টি (১৬.৮৭ শতাংশ) সংঘর্ষের কারণে, ৯৪টি (২৩.৩২শতাংশ) দুর্ঘটনায় পথচারী চাপা পড়ে, ৪২টি ঘটনায় (১০.৪২ শতাংশ) গাড়ির পিছনের দিকের আঘাত লাগে এবং ১৭টি ঘটনা (৪.২১ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।