আমার নামে ৯৮টি মামলা আছে, আর দুটি হলে সেঞ্চুরি হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বিরুদ্ধে ৯৮টি মামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানের হোটেল লেকশোরে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট-এর আয়োজিত 'বিচার বিভাগের বর্তমান অবস্থা: বাংলাদেশে বিরোধীদের দমনের হাতিয়ার' শীর্ষক সেমিনারে তিনি বলেন, 'বিরোধী দলের প্রায় ৪০ লাখ লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার নামে ৯৮টি মামলা রয়েছে। আর দুটি হলে সেঞ্চুরি হবে।'
দেশের বর্তমান বিচারব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে এবং এ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নেই অভিযোগ করে ফখরুল বলেন, 'আমরা শুধু বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। যে বিচারব্যবস্থা আছে তা সম্পূর্ণভাবে তাদের [সরকার] নিয়ন্ত্রণে চলে গেছে।'
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, কেউ [মুক্তভাবে] কথা বলতে পারে না।
'আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, যখন বিচারকেরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? আমি কার কাছে যাব? আজ যদি বিচারব্যবস্থা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে জনগণ কোথায় যাবে?
'সেজন্যই এখন সবচেয়ে বেশি প্রয়োজন এ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শুধু বিচারব্যবস্থাই নয়, রাষ্ট্রীয় কাঠামোকেও ভেঙে ফেলতে হবে। একে ভেঙে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে,' যোগ করেন তিনি।
তিনি দেশের বিচার বিভাগের সমস্যা সমাধানে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবের কথাও উল্লেখ করেন।
আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আজকে সকলে জোটবদ্ধ হতে হবে। প্রত্যেককে আজ সোচ্চার হয়ে বলতে হবে। এ সরকার দেশের যথেষ্ট ক্ষতি করেছে। তাই সরকারকে বলছি – যথেষ্ট হয়েছে। এখন পদত্যাগ করুন, জনগণের সংসদ গঠন করুন এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার তৈরি করুন।'