সর্বাত্মক আন্দোলন জোরদারে নতুন কর্মসূচির পরিকল্পনা বিএনপির
জাতীয় নির্বাচনের তফসিলের আগে সরকার পতনের লক্ষ্যে একযোগে আন্দোলনের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর বিএনপি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগকে গত দুটি [সাধারণ] নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। এদিকে দেশের পুরো ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় আনতে তৈরি করা হয়েছে।'
মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন। এটা শুনে আমরা অবাক হয়েছি।'
তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নির্বাচনের তফসিলের আগে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ৩ অক্টোবর পর্যন্ত বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে দেশের পাঁচটি বিভাগে রোডমার্চ করবে দলের তিনটি সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রংপুর থেকে বগুড়া পর্যন্ত দুইদিনব্যাপী এক রোডমার্চে যোগ দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে স্কাইপে দল ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং সর্বাত্মক আন্দোলন সফল করতে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সমন্বয়হীনতা দূর করার ওপর জোর দেন বলে সূত্র জানায়।
বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়েও রোডমার্চ করা হবে। এছাড়া চলতি মাসে সর্বদলীয় ছাত্র ঐক্য ও সর্বদলীয় শ্রমিক ঐক্যের ব্যানারে জোরালো কর্মসূচির সম্ভাবনা রয়েছে।