পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম পদক এনে দিলেন নিগাররা
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/09/25/bd_women.jpg)
দারুণ বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানেই আটকে ফেলে বাংলাদেশ। কিন্তু এই রান তাড়াতে ভালোই বেগ পেতে হয় বাংলাদেশ নারী দলকে। ৬০ পেরনো লক্ষ্য পাড়ি দিতেই ব্যাটিং করতে হয় ১৯ ওভার পর্যন্ত, হারাতে হয় ৫ উইকেট। তবে শেষ হাসি উঠেছে নিগার-মারুফাদের মুখে, এটাই বড় খবর।
সোমবার চীনের হাংজুতে এশিয়ান গেমস নারী ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশের মেয়েরা, চলতি এশিয়া গেমসে বাংলাদেশের এটাই প্রথম পদক।
ভারতের বিপক্ষে মেসি-ফাইনালে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫১ রানেই অলআউট হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ, এই হারে গুঁড়িয়ে যায় স্বর্ণ জয়ের আশা। আজ ব্রোঞ্জ জয়ের পথে পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষই ছিল। দলটির বিপক্ষে আগের ১৬ টি-টোয়েন্টিতে মাত্র একটি জয় ছিল বাংলাদেশের। এবার তাদেরকেই হারিয়ে পদক জিতলো বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তান। স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তারদের বোলিং তোপে ৯ উইকেটে ৬৪ রান তোলে তারা। দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। জবাবে উইকেট হারিয়ে চাপে পড়লেও বোলিংয়ের ব্যাট হাতে দলকে পথ দেখানো স্বর্ণা দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
লক্ষ্য অনযায়ী বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না, উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন শামীমা সুলতানা ও সাথী রানী। দুজনই ১৩ রান করে আউট হন। এ দুজন আউট হওয়ার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা উইকেটে যাওয়ার পর আরও একটি উইকেট পড়লেও সুলতানা খাতুনকে নিয়ে তিনি জয় তুলে নেন। ৩৩ বলে কোনো বাউন্ডারি ছাড়াই অপরাজিত ১৪ রান করেন স্বর্ণা। পাকিস্তানের নাশরা সান্দু ৩টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা পাকিস্তানেরও কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোতে পারেনি। সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এ ছাড়া সাদাফ শামস ১৩, নাটালিয়া পারভাইজ ১১ ও অধিনায়ক নিদা দার ১৪ রান করেন। ব্যাটে বলে আলো ছড়ানো স্বর্ণা ৪ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নেন। সানজিদা ৪ ওভারে ১১ রানে পান ২ উইকেট। এ ছাড়া মারুফা, নাদিয়া ও রাবেয়া একটি করে উইকেট নেন।