কোচের বরখাস্ত চাওয়ার কথা মিথ্যা, দাবি নেইমারের
সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই চোটের কারণে বেশ কিছুদিন অপেক্ষার পর অভিষেক ঘটেছে তার৷
নিজের প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। কিন্তু পরের ম্যাচেই একের পর এক মিস করেছেন যা তার নামের সঙ্গে বেমানান।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচের পরই খবর রটে, আল-হিলাল কোচের সঙ্গে বনিবনা হচ্ছে না নেইমারের৷ জোর্জ জেসুসকে যেন ক্লাব ছাঁটাই করে, সেই বন্দোবস্তও নাকি করেছেন ব্রাজিলিয়ান তারকা৷
তবে নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে এই গুজব উড়িয়ে দিয়েছেন নেইমার, 'পুরোপুরি ভুয়া৷ আপনাদের এসব বিশ্বাস করা বন্ধ করতে হবে। যেসব পেজে লাখ অনুসারী রয়েছে, তারা এমন মিথ্যা খবর প্রচার করতে পারেন না। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, এসব বন্ধ করুন।'
উল্লেখ্য, নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তি দুই বছরের। যেখানে প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার দুশো কোটি টাকা বেতন পাবেন তিনি।