বিএনপিকে রাজপথে প্রতিহত করতে ৩ অক্টোবর থেকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা
দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে বিএনপি, তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, "বিএনপি এক-এগারোর মত অস্বাভাবিক সরকার তৈরি করার সুগভীর ষড়যন্ত্র করছে, তাদের একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে হটানো। তদের এই ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করতে হবে।"
রোববার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন।
এ সভায় নতুন কর্মসূচী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সাধারন সম্পাদক ঘোষণায় বলেন, আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে দলের মহাসমাবেশ।
এছাড়া ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মাসেতুর রেলসেতুর উদ্বোধন, মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন মেনে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেতে হবে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে যে-সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা মানবিকতার দৃষ্টান্তে পৃথিবীতে বিরল।"
সভায় ওবায়দুল কাদের আরও বলেন, "আল্টিমেটামেও বিএনপি ব্যর্থ হয়েছে।"