ভারতে পাইলট ও ক্রু সদস্যরা পারফিউম ব্যবহার করতে পারবে না!
একজন পাইলটকে বিমান উড্ডয়নের আগে এয়ারলাইন্সের পক্ষ থেকে কঠোর সব বিধি-নিষেধ মেনে চলতে হয়। ভারতে এ সংক্রান্ত প্রস্তাবিত নতুন রেগুলেশনে ঠিক তেমনি নতুন কিছু রুলস যুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে, পাইলট ও ক্রু সদস্যদের পারফিউম ব্যবহারে নিষেধাজ্ঞা।
ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর পক্ষ থেকে মূলত দেশটির এভিয়েশন ইন্ডাস্ট্রির নীতিগত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংস্থাটির পক্ষ থেকে সম্প্রতি অ্যালকোহল সেবন সংক্রান্ত এক উপবিধিতে কিছু সংস্কার প্রস্তাব আনা হয়েছে৷
নির্দেশিকাগুলিতে আগে থেকেই অ্যালকোহলযুক্ত পানীয় ছাড়াও আর বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। এগুলো ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা দ্বারা নির্ধারণ করা হয়। আর এবারের সংস্কারে মাউথওয়াশ ছাড়াও পারফিউমের বিষয়টিও নিষেধাজ্ঞায় নতুনভাবে যুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, "কোনো পাইলট বা ক্রু সদস্য এমন কোনো পণ্য যেমন মাউথওয়াশ/টুথ জেল/পারফিউম ইত্যাদি ব্যবহার করবেন না যাতে অ্যালকোহলযুক্ত উপাদান আছে। কেননা এটি ব্রেথ অ্যানালাইজারে পজিটিভ ফলাফল দিতে পারে।"
নির্দেশিকায় আরও বলা হয় যে, "কোনো ক্রু সদস্য যদি এই ধরনের কোনো ওষুধ গ্রহণ করে থাকে তবে তারা ফ্লাইং অ্যাসাইনমেন্ট নেওয়ার আগে কোম্পানির ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন।"
এদিকে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় পজিটিভ হলে ঐ কর্মীর তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। প্রথমবার হলে এটা হয়। দ্বিতীয়বার হলে তিন বছরের জন্য সাসপেন্ড।
সেই সঙ্গেই নতুন প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, যে যন্ত্রে এই শ্বাস পরীক্ষা করা হয় সেটার সূচক যাতে ০.০০০ থাকে সেটা দেখা দরকার। ভুল রিডিং যাতে না হয় সেটা নিশ্চিত করতেই এমন সতর্কতা।
ডিজিসিএ কর্তৃক গত ২০১৫ সালে আগস্টে অফিসিয়াল এয়ার সেফটি নির্দেশিকা জারি করা হয়েছিল। নতুন প্রস্তাবিত সংস্করণ আগামী ৫ অক্টোবর পর্যন্ত মতামতের জন্য বিবেচনাধীন অবস্থায় রাখা হয়েছে।
পাইলটের নানা ফরম্যাটে অ্যালকোহল সেবন প্রায়শই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সমস্যার সৃষ্টি করেছে। ২০১৮ সাথে জাপান এয়ালাইন্সেও এমনি একটি ঘটনা ঘটেছিল।
সেখানে দেখা যায় যে, কাতসুতোশি জিতসুকাওয়া নামের এক পাইলটের ফ্লাইট উড্ডয়নের কিছু সময় পূ্র্বে করা ব্রেথ টেস্টে আইনগতভাবে বৈধের সর্বোচ্চ সীমার চেয়েও দেহে ৯ গুন বেশি অ্যালকোহল পাওয়া যায়। এই অপরাধের জন্য ঐ পাইলটকে ১০ মাসের জেল প্রদান করা হয়েছিল৷
আর মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাব্রিয়েল লাইল শ্রোডার নামের ডেল্টা এয়ারলাইন্সের এক পাইলটকে প্লেন উড্ডয়নের ঠিক পূর্ব মুহুর্তে ঐ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কেননা তার দেহে অ্যালকোহলের প্রভাব রয়েছে বলে আন্দাজ করা হচ্ছিল।
ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক মুখপাত্র সিএনএন-কে জানান, "আমাদের এয়ারলাইন্সের অ্যালকোহল পলিসি বিমান ইন্ড্রাসটিতে অন্যতম কঠোর পলিসি। সেক্ষেত্রে অ্যালকোহল সংক্রান্ত ইস্যুতে নিয়মের কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না।"