বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের পর্দা ওঠার দুদিন পর শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। শুরুর ম্যাচে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। সর্বশেষ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জেতে বাংলাদেশ। এবারও অভিন্ন লক্ষ্যে মাঠে নামছে তারা।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
১২ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করতে যাচ্ছেন সাকিব। ২০১১ বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ, ওই আসরে বাঁহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে তারা। এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন সাকিব।
বিশ্বকাপে এর আগে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ৫০ ওভারের ফরম্যাটে ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ, মাশরাফি বিন মুর্তজার দল জেতে ১০৫ রানের বড় ব্যবধানে। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানকে ৬২ রানে হারায় বাংলাদেশ।
তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ, এর মধ্যে দুজন বাঁহাতি পেসার। ভরসা রাখা হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের ওপর। একাদশে জায়গা হয়নি তানজিম হাসান মাহমুদ, হাসান মাহমুদদের। এ ছাড়া একাদশের বাইরে আছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকী।