সংবিধানকে ভায়োলেট করে কম্প্রোমাইজ করা যায় না: মার্কিন পর্যবেক্ষক দলকে কাদের
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/10/09/mirza_fakhrul_islam_alamgir.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল কম্প্রমাইজ এণ্ড এডজাস্টমেন্ট (সমঝোতা ও সমন্বয়) এর কথা বলেছে। আমি তাদের বলেছি, ডেমোক্রেসি মিনস কম্প্রমাইজ এণ্ড এডজাস্টমেন্ট। এটা সংবিধান সম্মত। তবে আমার সংবিধানকে ভায়োলেট (লঙ্ঘন) করে এখানে কম্প্রোমাইজ করা যায় না।
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু দেশে আজকে এমন গুজব, মিথ্যাচার চলছে; রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে অবশ্যই তার জবাব দিতে হয়৷
এদিকে মার্কিন পর্যবেক্ষক দল স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশে মধ্যস্ততার জন্য আসেনি, বরং নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে।
ওবায়দুল কাদের বলেন, তবে তারা বিএনপির সঙ্গে সমঝোতা ও সমন্বয়ের কথা বলেছেন। আমরা তাদের বলেছি যে বিএনপি সমঝোতা ও সমন্বয়ের সব বিকল্প বন্ধ করে দিয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের আগে সকাল ১০টা ২০মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করে এই পর্যবেক্ষক দল।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এরেএই যৌথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি শনিবার বাংলাদেশে এসেছে।
এই প্রতিনিধি দল ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং অন্যান্য নির্বাচনী অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।