অজিদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তারা। দারুণ জয়ে ফুরফুরে মেজাজেই তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতের বিপক্ষে হার মানে অস্ট্রেলিয়া।
জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে অজিদের, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচটি লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
অস্ট্রেলিয়া তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন, তার জায়গায় এই ম্যাচে খেলছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অ্যালেক ক্যারির জায়গায় সুযোগ পেয়েছেন জশ ইংলিশ। দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। জেরাল্ড কোয়েটজের জায়গায় খেলছেন চায়না ম্যান বোলার তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।